কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : এক প্রতিবেশি থেকে অপর প্রতিবেশি যদি খুবই সামান্য পরিমাণ (৫০, ১০০ গ্রাম) লবন ধার নেয় তাহলে সেটা ফেরত না নেওয়ার ব্যাপারে ইসলাম কিছু বলেছে কি? আমি শুনেছি লবন, পানি কাউকো দিলে তা ফেরত নিতে হয় না।

উত্তর : ঋণস্বরূপ নিলে অবশ্যই তা পরিশোধ করতে হবে। কেননা হুনায়ন যুদ্ধের দিন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাহাবীগণকে নিয়ে গনীমতের উটের পাশে ছালাত আদায় করলেন। তারপর তিনি উটের দেহ থেকে পশম নিয়ে তা তাঁর দু’ আঙ্গুলের মাঝে রেখে বললেন, হে লোকসকল! অবশ্যই এটা তোমাদের গনীমতের মাল। সুতা এবং সুঁই, আর যা তার চেয়ে পরিমাণে বেশী এবং যা তার চেয়ে কম, সবই তোমরা গনীমতের মালের মধ্যে জমা দাও। কেননা গনীমতের মাল চুরি করার ফলে কিয়ামতের দিন তা চোরের জন্য অপমান ও গ্লানি এবং জাহান্নামের শাস্তির কারণ হবে’ (ইবনু মাজাহ, হা/২৮৫০, সিলসিলা ছহীহা, হা/৯৮০)। পানি, লবণ, আগুন চাইতে আসলে তা বাধা দেওয়া যাবে না মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (ইবনু মাজাহ, হা/২৪৭৪)।

প্রশ্নকারী : ইব্রাহিম

উত্তরখান, ঢাকা।


Magazine