উত্তর: এ কথার সত্যতার ব্যাপারে কোনো শারঈ ভিত্তি খুঁজে পাওয়া যায় না। যা শুধু মানুষের মুখেই প্রচলিত রয়েছে। তবে জিনের প্রভাব রয়েছে। যা কুরআন-হাদীছ দ্বারাই প্রমাণিত। মহান আল্লাহ বলেন, ‘যারা সূদ খায়, তারা কিয়ামতের দিন সেই লোকের মত দাঁড়াবে যাকে (দুনিয়াতে) শয়তান (অর্থাৎ জিন) স্পর্শ দ্বারা বেহুশ করে দেয় (আল-বাক্বারা, ২/২৭৫)। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু বলেন, একজন নতুন বিবাহিত এক তরুণ খন্দক যুদ্ধ চলাকালে প্রতিদিন দুপুরের সময় রাসূলের অনুমতি নিয়ে বাড়ি যেত। প্রতি দিনের ন্যায় একদিন অনুমতি চাইলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি কালে তাকে বলেন, ‘তোমার হাতিয়ার তোমার সাথে নিয়ে নাও। কারণ তোমার উপর বনু কুরায়যার আক্রমণের আশঙ্কা করছি’। এরপর সে বাড়িতে গিয়ে দেখে যে তার স্ত্রী ঘরের দরজাতে, তখন সে রাগান্বিত হয়। তবে স্ত্রী তাকে ঘরে প্রবেশের জন্য বলে। এরপর সে ঘরে বিশাল একটি সাপ দেখে এবং বল্লম দ্বারা সেটিকে আঘাত করে এতে সাপটি তার দিকে তেড়ে আসে। এতে সে ও সাপ উভয়ই মারা যায় এবং কে আগে মারা যায় তা বুঝা যায়নি… (ছহীহ মুসলিম, হা/২২৩৬)। এছাড়াও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে একবার জিনেরা ছাহাবীদের মধ্য হতে নিয়ে চলে যায়। এতে ছাহাবীরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খোঁজাখুঁজি করে না পাওয়ার কারণে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তী দিনে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ছাহাবীদের বলেন, ‘জিনের একটি দল তাকে নিয়ে গিয়েছিল এবং তার কাছে কুরআন শ্রবন করেছে’ (সংক্ষিপ্ত) (ছহীহ মুসলিম, হা/৪৫০)।
প্রশ্নকারী : নোবিরুল
রঘুনাথ গঞ্জ, মুর্শিদাবাদ।