কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : একটা মেয়ে স্বামীকে বিয়ের ৩ মাস পরেই তালাক দিয়ে বাবার বাড়িতে আসে। আবার ওই দিনেই আমার বাড়িতে আসে আমাকে বিয়ে করার দাবি জানায়,, আমি বিয়ে করতে না চাইলে বিভিন্ন চাপে পরে বিয়ে করতে হয়। এখন বিয়ে কি জায়েয হয়েছে? আর ওই মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছি না তাই তালাক দিতে চাচ্ছি সেটা কীভাবে দিব?

উত্তর : মেয়েরা কখনো স্বামীকে তালাক দিতে পারে না। বরং খোলা নিতে পারে, যার ইদ্দত হলো এক মাস। তাই মেয়েটি যেই নিয়মে তার স্বামীকে তালাক দিয়েছে তা সঠিক হয়নি। এরপর অন্যের সাথে যে তার বিবাহ হয়েছে তা বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর নির্দিষ্ট কাল (ইদ্দত) পূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা বিবাহ বন্ধনের সংকল্প করো না’ (আল-বাকারা, ২/২৩৫)। সুতরাং যেখানে আপনাদের বিবাহই হয়নি, সেখানে তো তালাকের কোনো প্রশ্নই উঠে না। ওয়াল্লাহু আ‘লাম।

প্রশ্নকারী :  আবূ আজিম

খানসামা, দিনাজপুর ।


Magazine