কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : ‘মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা’এই আয়াতটি মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সময় পড়া হয়। এটি কি সঠিক?

উত্তর : কবর দেওয়ার সময় উক্ত আয়াত পাঠ করার শারঈ কোনো ভিত্তি নেই। কবর দেওয়ার সময় উক্ত আয়াত পাঠ করা সম্পর্কে মুসনাদে আহমাদে একটি বর্ণনা এসেছে (মুসনাদে আহমাদ, হা/২২১৮৭), কিন্তু তা নিতান্তই দুর্বল। কেননা এই বর্ণনার সনদে উবাইদুল্লাহ ইবনু যাহর ও আলী ইবনু ইয়াযীদ নামক দুজন যঈফ রাবী রয়েছে। ফলে এই বর্ণনা আমলযোগ্য নয়। সুতরাং কবর দেওয়ার সময় উক্ত আয়াত পাঠ করা যাবে না। বরং কবর দেওয়ার সময় সাধারণ দু‘আ হিসেবে শুধু ‘বিসমিল্লাহ’ বলে মাটি দিবে।

প্রশ্নকারী : জসিমুদ্দীন খান

ব্রাক্ষণবাড়িয়া।


Magazine