উত্তর: কোনো গায়রে মাহরাম নারীর দিকে দৃষ্টি দেওয়া বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন, ‘আপনি মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে’ (আন-নূর, ২৪/৩০)। ফলে নারীদের দিকে দৃষ্টি দেওয়া ব্যতীত ক্রয়-বিক্রয়ের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কেননা নারীর দিকে দৃষ্টি দেওয়া ফিতনার অন্যতম কারণ ও ইসলামে শরীআহর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বিষয়। সর্বোচ্চ সতর্ক থাকার পরেও যদি হঠাৎ দৃষ্টি চলে যায়, তবে সেটির জন্য পাপিষ্ট হবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাযিয়াল্লাহু আনহু-কে লক্ষ্য করে বলেছিলেন, ‘হে আলী! একবার পরনারীর প্রতি দৃষ্টি পড়লে পুনরায় তার প্রতি দৃষ্টি তুলে তাকাবে না। কেননা তোমার জন্য প্রথম দৃষ্টি ক্ষমার যোগ্য হলেও দ্বিতীয় দৃষ্টি বৈধ নয়’ (আবূ দাঊদ, হা/২১৪৯)।
প্রশ্নকারী : ইমন হোসেন
টঙ্গী, গাজীপুর।