কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : ছালাত ভঙ্গের কারণগুলো পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন।

উত্তর : ছালাত ভঙ্গের উল্লেখ্যযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে, (১) ছালাত অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া বা পান করা। (২) ইচ্ছাকৃতভাবে ‘আমলে কাছীর’ তথা ‘বাহুল্য কাজ’ করা যা দেখে ধারণা হয় যে, সে ছালাতের মধ্যে নয়। (৩) ছালাতের স্বার্থ ব্যতিরেকে অন্য কারণে ইচ্ছাকৃতভাবে কথা বলা। (৪) ইচ্ছাকৃত বা বিনা কারণে ছালাতের কোন রুকন শর্ত পরিত্যাগ করা। (৫) ছালাতের মধ্যে অধিক হাসাহাসি করা ইত্যাদি (ফিকহুস সুন্নাহ, ১/২০৫ পৃঃ)।

প্রশ্নকারী : আব্দুল কুদ্দুস

চিরিরবন্দর, দিনাজপুর।


Magazine