কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : ছহীহ বুখারীর ৭৮০ নং হাদীছে বলা হয়েছে, ‘ইমাম যখন আমীন বলে তখন তোমরা আমীন বল’। পক্ষান্তরে আবুদাঊদের ৯৭২ নং হাদীছে বলা হয়েছে, ‘ইমাম যখন গায়রিল মাগযূবে আলাইহিম ওয়ালায যাল্লীন’ বলবেন তখন তোমরা আমীন বল। সুতরাং হাদীছদ্বয়ের সমন্বয় বা সমাধান কী?

উত্তর : ইমামের আমীন বলার সাথে সাথে মুক্তাদীগণ আমীন বললে অতীতের গোনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার আমীন বলা ফেরেশতাদের আমীনের সাথে মিলে যাবে আল্লাহ তার অতীতের (ছগীরাহ) গোনাহ মাফ করে দিবেন’ (ছহীহ বুখারী, হা/৭৮০)। অর্থাৎ ইমামের আমীনের সাথে ফেরেশতারা আমীন বলে। আর তাদের আমীনের সাথে মুক্তাদীদের আমীন মিলে গেলে উক্ত ফযীলত পাবে। মূলত দুই হাদীছের মধ্যে কোন দ্বন্দ্ব বা বৈপরীত্য নেই। কেননা শুধু আবুদাঊদে নয় বরং উল্লেখিত হাদীছ দু’টি বুখারীতেও আছে। তন্মধ্যে বুখারীর ৭৮০ নং হাদীছে বলা হয়েছে ‘যখন ইমাম আমীন বলবে তখন তোমরা আমীন বল’। আর ৭৮২ নং হাদীছে বলা হয়েছে, ‘যখন ইমাম ‘গাইরিল মাগযূবি আলাইহিম ওয়ালায যাল্লীন’ বলবে তখন তোমরা আমীন বলবে’। ইবনে হাজার আসক্বালানী রাহিমাহুল্লাহ ফাৎহুল বারীতে ৭৮২ নং হাদীছের ব্যাখ্যায় বলেছেন, আমীন বলার হুকুম ‘ইমামের অনুসরণের সাধারণ নির্দেশ’ (তথা ইমাম নির্ধারণ করা হয় মূলত তার অনুসরণের জন্য) এর অন্তর্ভুক্ত। তাই ইমাম ‘গাইরিল মাগযূবি আলাইহিম ওয়ালয যাল্লীন’ বলার পর যখন আমীন বলবে (তার অনুসরণ করে) তখন তোমরা আমীন বলবে। (ইমামের আগে আমীন বলবে না) (ফাৎহুল বারী, ২/৩১১ পৃঃ, ব্যাখ্যা দ্রঃ)। কাজেই ইমামের আমীনের সাথে সাথে আমীন বলবে, তাহলে ফেরেশতাদের আমীনের সাথে আমীন বলা মিলে যাবে। আর তখন আল্লাহ তা‘আলা অতীতের ছোট ছোট গোনাহসমূহ মাফ করে দিবেন।

প্রশ্নকারী : জহুরুল বিন আব্দুস ছাত্তার

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।

Magazine