কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): মেয়ের বাবা অথবা চাচার উপস্থিতিতে ২৫ বছর বয়সী হাফেযী মাদরাসার এক শিক্ষক বিয়ের প্রস্তাব পাত্র ও পাত্রীকে দেয় অর্থাৎ হুজুর বিয়ে পড়ায়। মেয়ের বাবা ও চাচা সাক্ষী হিসেবে থাকে। মেয়ের বাবা, চাচা, বর ও মাদ্রাসার শিক্ষক এই ৪ জনের উপস্থিতিতে ইজাব কবুল হয়। এতে কি বিবাহ শুদ্ধ হয়েছে?

উত্তর: বিবাহ শুদ্ধ হয়েছে। কারণ বিবাহ বৈধ হওয়ার জন্য দুজন সাক্ষী এবং মেয়ের পিতা থাকলেই হয়। বিবাহ পড়ানোর নিয়ম হলো প্রথমে খুৎবা দেওয়া। অতঃপর কিছু কথার মাধ্যমে বিবাহ বাস্তবায়ন করা (তিরমিযী, হা/৩১৪৯)। খুৎবা পড়ার পর মেয়ের পিতা বা অভিভাবক বা তাদের উপস্থিতিতে অন্য কেউ বরের সামনে দুজন সাক্ষীর উপস্থিতিতে বলবেন, আমার মেয়ে অমুক এত মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করো। তখন সে মেয়ের অলী ও দুজন সাক্ষীকে শুনিয়ে বলবে, ‘আমি গ্রহণ করলাম’। যেহেতু অভিভাবকের সম্মতিতে ও দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়েছে, সুতরাং এ বিবাহ শুদ্ধ হয়েছে। উল্লেখ্য, কনের কাছে গিয়ে বিবাহ পড়ানোর কোনো প্রমাণ নেই। সুতরাং শুধু বরের কাছেই বিবাহ পড়াতে হবে।

প্রশ্নকারী : শাহানাজ

বগুড়া।

Magazine