কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : স্বামী প্রতিনিয়ত পরকীয়ায় লিপ্ত থাকে। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কী?

উত্তর : প্রথমত, পরকীয়ায় লিপ্ত হওয়া স্পষ্টত যেনা। যার ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর পক্ষ হতে কঠিন শাস্তির নির্ধারিত রয়েছে (ছহীহ মুসলিম, হা/১৬৯০; মিশকাত, হা/২৫৫৮)। দ্বিতীয়ত, এটা স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে মারাত্মক বিশ্বাসঘাতকতা বা খিয়ানত, যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন (আল-আনফাল, ৮/২৭)। তৃতীয়ত, এর মাধ্যমে অন্যের হক্ব নষ্ট হয়, যা হারাম (ছহীহ বুখারী, হা/২৪৪৯; মুসনাদে আহমাদ, হা/১০৮৫১০)। চতুর্থত, পরকীয়ায় লিপ্ত ব্যক্তি তার এই অন্যায় কাজের মাধ্যমে দুনিয়ায় ফ্যাসাদ সৃষ্টি করে, তাই তার একমাত্র শাস্তি হলো হত্যা করা (আল-মায়েদা, ৫/৩৩)। তাই এ জঘন্য পাপ কাজ থেকে স্বামীকে ফিরিয়ে আনার জন্য স্ত্রীর উচিত হবে ভালো আচরণের মাধ্যমে তাকে বুঝানো, উপদেশ দেওয়া ও বাধা প্রদান করা। কারণ এটি একটি অন্যায় কাজ আর অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব (ছহীহ মুসলিম, হা/৪৯; মিশকাত, হা/৫১৩৭)। তবে তাতেও কাজ না হলে ‘খোলা’ করার মাধ্যমে বিছিন্ন হতে পারে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine