উত্তর : আযান যখনই হোক সেটা ধর্তব্য নয়। বরং সূর্যাস্তের সাথে সাথে ইফতার করাই কর্তব্য। সুতরাং সূর্যাস্তের সাথে সাথে যদি আযান হয় তাহলে ইফতার করবে। দেরি করা যাবে না। কারণ দেরি করে ইফতার করা ইয়াহূদী-খ্রিষ্টানদের কাজ। তাছাড়া সূর্য ডোবার ব্যাপারে মানুষ যখন যেখানে থাকবে, তখন সেখানকার সময়ই তার জন্য প্রযোজ্য হবে। আব্দুল্লাহ ইবনু আবূ আওফ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। আর তিনি ছিলেন ছওমের অবস্থায়। যখন সূর্য ডুবে গেল তখন তিনি দলের কাউকে বললেন, হে অমুক! উঠো। আমাদের জন্য ছাতুগুলো আনো। সে বলল, সন্ধ্যা হলে ভালো হতো। তিনি বললেন, নেমে যাও এবং আমাদের জন্য ছাতুগুলো প্রস্তুত করো। সে বলল, হে আল্লাহর রাসূল! সন্ধ্যা হলে ভালো হতো। তিনি বললেন, নেমে যাও এবং আমাদের জন্য ছাতুগুলো প্রস্তুত করো। সে বলল, দিন তো এখনো রয়ে গেছে। তিনি বললেন, তুমি নামো এবং আমাদের জন্য ছাতুগুলো প্রস্তুত করো। অতঃপর সে নামল এবং তাদের জন্য ছাতুগুলো আনল। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন। অতঃপর বললেন, ‘যখন রাত্রি এইদিক তথা পূর্বদিক হতে আগমন করবে আর দিন এইদিক তথা পশ্চিমদিক হতে প্রস্থান করবে। আর সূর্য অস্ত যাবে, তখনই ছিয়াম পালনকারী ইফতার করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৫-৫৬; ছহীহ মুসলিম, হা/১১০১)। এই হাদীছ প্রমাণ করে যে, একটি বহুতলবিশিষ্ট বিল্ডিংয়ের যে যে তলাতেই থাকুক তথাকার স্থানীয় সময়ানুযায়ী ইফতার করবে।
হাফিজুর রহমান
সিঙ্গাপুর।