কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : জুমআর দিন ইমাম সাহেব প্রথম খুৎবা দেওয়ার পর আরেকজন দ্বিতীয় খুৎবা দেন। এভাবে খুৎবা দেওয়া কি জায়েয?

উত্তর : জুমআর দুই খুৎবা একজন খত্বীব দিবেন, এটাই সুন্নাত। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাজীবন দুই খুৎবা একাই দিয়েছেন। তবে বিশেষ কোনো কারণে বা ইমামের কোনো দুর্ঘনা ঘটলে দুই জন খত্বীব খুৎবা দিতে পারেন (আশ শারহুল মুমতে‘, ৫/২৭; মারকাযুল ফাতাওয়া, ফতওয়া নং ১৫৬৭৪৫; ইসলাম সওয়াল ওয়া জওয়াব, ফতওয়া নং ১৩৬৬৯২)।

প্রশ্নকারী : জুয়েল ইসলাম

 ক্ষেতলাল, জয়পুরহাট।


Magazine