উত্তর: ফরজ ছালাত ব্যতীত অন্য সকল ছালাত নফল ছালাত। তবে রাসূলুল্লা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আমল ও বলার ভঙ্গিমা থেকে বুঝা যায়, এগুলোর কোনোটা কোনোটার চেয়ে গুরুত্ব অনেক বেশি রাখে। ত্বালহা ইবনু উবায়দুল্লাহ রযিয়াল্লাহু আনহু বলেন, নজদ থেকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে একজন লোক আসল। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো। তার বুকের ফিস ফিস আওয়াজ শুনা যাচ্ছিল। সে কি বলছিল বুঝা যাচ্ছিল না। সে রাসূলের নিকটে আসা মাত্রই ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি দিনে রাতে পাঁচ বার ছালাত আদায় করবে। লোকটি বলল, এছাড়া আমার উপর কোনো করণীয় আছে কি? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তবে তুমি ইচ্ছা করলে নফল ছালাত আদায় করত পার… (ছহীহ বুখারী, হা/৪৬; ছহীহ মুসলিম, হা/১১)।
প্রশ্নকারী : আব্দু্ল্লাহ
ফতুল্লা, নারায়ণঞ্জ।