উত্তর: ফেরেশতাদের নামে ছেলে সন্তানের নাম রাখা জায়েয। (আল-মাজমূ‘, ইমাম নববী ৮/৪৩৬)। উল্লেখ্য যে, ‘তোমরা নবীদের নামে নাম রাখো, কিন্তু ফেরেশতাদের নামে নাম রেখো না’ মর্মে বর্ণিত হাদীছটি খুবই দুর্বল (যঈফুল জামে‘, হা/৭০২৭)।
প্রশ্নকারী : মোতাহার হোসেন
চৌদ্দগ্রাম, কুমিল্লা।