কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : কেউ যদি কসম করে বলে যে, আমি জীবনে একটা হরফও পড়বো না। তাহলে কি সে জীবনে কখনো একটি হরফও পড়তে পারবে না? এক্ষেত্রে করনীয় কী?

উত্তর: এমন কসম পুরণ করা জায়েয নয়। কেননা তা কোনো ভালো কাজের কসম নয়। এক্ষেত্রে কসম ভঙ্গ করে কসমের কাফফারা দিয়ে দিবে। ইমরান ইবনু হুসাইন রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ‘পাপের ব্যাপারে মানত করলে সে মানত পূরণ করতে নেই। আর বান্দা যার মালিক নয় সে বস্তুর মানতও পূরণযোগ্য নয়’। ইবনু হুজর রহিমাহুল্লাহ-এর বর্ণনায় আছে যে, আল্লাহর নাফরমানীর বিষয়ে মানত সংঘটিত হয় না (ছহীহ মুসলিম, হা/১৬৪১; ইবনু মাজাহ, হা/২১২৫)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোন বিষয়ে কসম করার পর অন্য বিষয় যদি তা থেকে ভাল দেখে তবে, সে তার কসমের কাফফারা দিয়ে দিবে এবং ঐ (উত্তম) কাজটি করবে’ (ছহীহ মুসলিম, হা/১৬০৫)। কসমের কাফফারা হলো- ১. দশজন মিসকীনকে মধ্যম মানের খাদ্য দান ২. অথবা তাদেরকে পরিধেয় বস্ত্র প্রদান করা ৩. অথবা সামর্থ না থাকলে, তিনদিন ছিয়াম পালন করা (আল-মায়েদা, ৫/৮৯)।

প্রশ্নকারী : আব্দুল আওয়াল

রঘুনাথগঞ্জ , মুরশিদাবাদ।


Magazine