কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): ছালাতে কখন রাফঊল ইয়াদাইন করতে হয়?

উত্তর : ছালাতের শুরুতে, রুকূতে যাওয়ার সময়, রুকূ থেকে উঠার সময় এবং ২য় রাকআত থেকে উঠে দাঁড়াবার সময় রাফঊল ইয়াদাইন করতে হবে। নাফে’ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা যখন ছালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং দুই হাত উঠাতেন আর যখন রুকূ করতেন তখনও দুই হাত উঠাতেন। এরপর যখন سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ‏ বলতেন তখনও দুই হাত উঠাতেন এবং দুই রাকআত ছালাত আদায়ের পর যখন দাঁড়াতেন তখনও দুই হাত উঠাতেন। এ সমস্ত রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বলে ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা বলেছেন (ছহীহ বুখারী, হা/৭৩৯)।

প্রশ্নকারী : আব্দুর রাযযাক

রাজশাহী।


Magazine