উত্তর : না, এ মর্মে কোন ছহীহ হাদীছ নেই। বরং ক্বিয়ামতের দিন মহান আল্লাহ ব্যতীত পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এমর্মে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে যে, ‘ভূ-পৃষ্ঠে যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। শুধু তোমার রব যিনি মহিমাময়, মহানুভব তিনি ব্যতীত’ (সূরা আর-রহমান, ২৬-২৭)। মসজিদ ধ্বংস হবে না মর্মে বর্ণিত হাদীছটি জাল (তাবারানী আওসাত, সিলসিলা যঈফা, হা/৭৬৫)।
খালিদ বিন খাইরুল
গোদাগাড়ী, রাজশাহী।