উত্তর: অফিসের নির্ধারিত সময়ে নিজের কাজ করা বা বাহিরে ঘুড়ে বেড়ানো যাবে না এবং এভাবে কাজে ফাঁকি দিয়ে বেতন গ্রহণ করাও হালাল হবে না। কেননা দায়িত্ব একটি আমানত। আর তা ফাঁকি দেওয়ার মাধ্যমে আমানতের খেয়ানত করা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হক্বদারকে প্রত্যর্পণ করবে’ (আন-নিসা, ৪/৫৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে’ (ছহীহ বুখারী, হা/৬৬৫৩)। ফাঁকি দেওয়া উম্মতে মুহাম্মাদীর কাজ নয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, ১/৯৮; ইবনু মাজাহ, হা/২২২৫)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।