কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): গোসল খানাতে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি?

উত্তর: উলঙ্গ না হয়ে কাপড় পরে গোসল করাই উত্তম। বাহয ইবনু হাকীম তার পিতা হতে, তার পিতা তার দাদা হতে বর্ণনা করেন, তার দাদা বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তুমি তোমার স্ত্রী ও দাসী ব্যতীত অন্যের সামনে নগ্ন হয়ো না’। আমি বললাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কোনো লোক একা থাকলেও কি নগ্ন হতে পারে না? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আল্লাহই অধিক লজ্জা পাওয়ার হকদার’ (মুসনাদে আহমাদ, হা/২০০৪৬; তিরমিযী, হা/৩০২৪)। তবে উলঙ্গ হয়ে গোসল করা না জায়েয নয়। কেননা মূসা আলাইহিস সালাম নগ্ন হয়ে গোসল করেছিলেন (ছহীহ মুসলিম, হা/৩৩৯)। আইয়ূব আলাইহিস সালাম নগ্ন হয়ে গোসল করেছিলেন (ছহীহ বুখারী, হা/২৭৯)।

প্রশ্নকারী : কামাল উদ্দীন

রাজশাহী।

 

Magazine