কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : গজল ও ইসলামী সংগীত কি শুনা জায়েয?

উত্তর : মুসলিম ব্যক্তির কর্তব্য হলো, পবিত্র কুরআন তেলাওয়াত করা ও শোনার প্রতি বেশি মনোযোগী হওয়া। কেননা কুরআন হলো আরোগ্য ও মুমিনদের জন্য রহমত (ইউনুস, ১০/৫৭)। তবে গজল ও ইসলামী সংগীত যদি শিরকমুক্ত হয়, অশ্লীল কথা ও হারাম থেকে মুক্ত হয়, তখন তা জায়েয। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধে পরিখা খনন করার সময়ে তিনি নিজে ও ছাহাবীগণ কবিতা আবৃত্তি করেছিলেন (ছহীহ বুখারী, হা/২৯৬১)। অনুরূপভাবে হাসসান ইবনু সাবিত রযিয়াল্লাহু আনহু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে কবিতা আবৃত্তি করতেন (ছহীহ বুখারী, হা/৪১৪৬)। তবে কবিতা সাধারণত ভালো নয়।

প্রশ্নকারী : তানভীর হাসান রায়হান

চট্টগ্রাম।


Magazine