কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : ভুল বসত ছালাতে এক রুকুন থেকে অন্য রুকুনে যাওয়ার সময় তাকবীর আগে বা পরে দিয়ে ফেললে কি সাহু সিজদা দিতে হবে? যেমন: দম নিতে গিয়ে ভুলে রুকু থেকে পুরোপুরি উঠে দাঁড়ানোর পর ‘সামি-আল্লা-হু-লিমান হামিদা’ বললে কি সালাম ফেরানোর আগে সাহু সিজদা দিতে হবে কি?

উত্তররুকুতে যাওয়ার সময় রুকুর তাকবীর, রুকু হতে উঠার সময় উঠার তাকবীর, সিজদায় যাওয়ার সময় সিজদার তাকবীর ও সিজদা থেকে উঠার সময় উঠার তাকবীর দেওয়ার কথা হাদীছ দ্বারা প্রমাণিত। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত আরম্ভ করার সময় দাঁড়িয়ে তাকবীর বলতেন। অতঃপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন, আবার যখন রুকু হতে পিঠ সোজা করে উঠতেন তখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলতেন, অতঃপর দাঁড়িয়েرَبَّنَا لَكَ الْحَمْدُ বলতেন। অতঃপর সিজদায় যাওয়ার সময় তাকবীর বলতেন। এবং যখন মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন। আবার (দ্বিতীয়) সিজদায় যেতে তাকবীর বলতেন এবং পুনরায় মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন। এভাবেই তিনি পুরো ছালাত শেষ করতেন (ছহীহ বুখারী, হা/৭৭০; ছহীহ মুসলিম, হা/৩৯২)। তবে, যেসব কারণে সাহু সিজদা দিতে হয়। যেমন: রাকআত কম হলে পূর্ণ করে, বেশি হলে ইত্যাদি (ছহীহ বুখারী, হা/৪৬৮; মিশকাত, হা/১০১৭)। তাকবীর, ‘সামি-আল্লা-হু-লিমান হামিদা’ আগে-পরে হওয়া তার অন্তর্ভুক্ত নয় (আশ-শারহুল মুমতি‘ ৩/৮৭)। অতএব এমনটি হলে সাহু সিজদা দিতে হবে না।


প্রশ্নকারী : হামীম, মিরপুর, ঢাকা।

Magazine