কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : মুশারাকা ও মুযারাবা কোন ধরনের ব্যবসা? বিস্তারিত জানাবেন।

উত্তর: মুশারাকা হল অংশহারে ব্যবসা। যাতে লাভও অংশহারে বণ্টন হবে (আবূ দাঊদ, ইরওয়া, হা/১৪৬৮)। আর মুযারাবা হল একজনের অর্থ এবং অপর জনের ব্যবসা। যাতে লাভ চুক্তি অনুযায়ী বণ্টন হবে (মুওয়াত্ত্বা মালেক, ইরওয়াউল গালিল, হা/১৪৭০)। ইসলামী শরী‘আতে এই দু’ধরনের ব্যবসা-বাণিজ্য ছাড়া অন্য কোন ব্যবসা-বাণিজ্য বৈধ নয়। বর্তমান যুগে অনেক প্রতারণাপূর্ণ বীমা ও ব্যবসা বেরিয়েছে যা থেকে বেঁচে থাকা মুমিনের কর্তব্য। কারণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০২; মিশকাত, হা/২৮৬০)।

প্রশ্নকারী : আয়েশা

নোয়াখালী।

Magazine