কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): ছালাত জান্নাতের চাবি,এহাদীছ কি সঠিক?

উত্তর: হাদিছটি যঈফ। জাবির ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জান্নাতের চাবি হচ্ছে ছালাত, আর ছালাতের চাবি হচ্ছে ওযূ’ (তিরমিযী, হা/৪)। সনদে সুলায়মান বিন কারম থাকার কারণে এ হাদীছের প্রথম অংশ দূর্বল (শারহু সুনানে তিরমিযী, ৩/১২; যুআফা লিল উকাইলি, ২/১৩৬)।

প্রশ্নকারী : সাদেকুল ইসলাম

বোচাগঞ্জ, দিনাজপুর।


Magazine