উত্তর : ছহীহ হাদীছসমূহ প্রমাণ করে যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিতামাতা জাহান্নামী। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার পিতা কোথায় আছেন (জান্নাতে না জাহান্নামে)? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘জাহান্নামে’। বর্ণনাকারী বলেন, লোকটি যখন চলে যেতে লাগল, তিনি ডাকলেন এবং বললেন, ‘আমার পিতা এবং তোমার পিতা উভয়েই জাহান্নামে’ (ছহীহ মুসলিম, হা/২০৩)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি আমার রবের নিকট আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলে আমার রব আমাকে অনুমতি দান করেননি। আর তার কবর যিয়ারত করার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দিলেন’ (ছহীহ মুসলিম, হা/৯৭৬)।
উল্লেখ্য, যেসব বর্ণনায় রয়েছে যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিতামাতাকে আল্লাহ তাআলা জীবিত করেছেন, তারপর তারা উভয়েই নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করেছেন, সেই বর্ণনাগুলোর কোনোটিই গ্রহণযোগ্য বর্ণনা নয় (মাজমূ ফাতাওয়া ইবনু তায়মিয়্যাহ, ৪/৩২৫-৩২৭)।
প্রশ্নকারী : মো. মাজহারুল ইসলাম
শিবগঞ্জ, বগুড়া