কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : প্রতি রফউল ইয়াদায়েনে ১০টি করে নেকি লাভ সংক্রান্ত হাদীছটি কিছহীহ? সনদসহ বিস্তারিত জানতে চাই।

উত্তরজী, হাদীছটি ছহীহ (সিলসিলা ছহীহা, হা/৩২৮৬)। সনদসহ পুরো হাদীছটি হলো- বিশর ইবনু মূসা ও আব্দুর রহমান ইবনু আল-মুকরী ইবনু লাহীআ‘ হতে, লাহীআ‘ ইবনু হুবাইরা হতে, ইবনু হুবাইরা আবূ মুছআব মিশরাহ ইবনু হাআন আল-মাআফিরী হতে, তিনি উক্ববা ইবনু আমের আল-জুহানীকে বলতে শুনেছেন যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষ ছালাতে তার হাত দ্বারা যে ইশারা করে থাকে, (এর বিনিময়ে) তার প্রত্যেক আঙ্গুলে একটি করে নেকি বা মর্যাদা লেখা হয়’ (মু‘জামুল কাবীর, হা/৮১৯)।

প্রশ্নকারী : মো. রোকনুযযামান

শিবগঞ্জ, বগুড়া।


Magazine