উত্তর: জী, হাদীছটি ছহীহ (সিলসিলা ছহীহা, হা/৩২৮৬)। সনদসহ পুরো হাদীছটি হলো- বিশর ইবনু মূসা ও আব্দুর রহমান ইবনু আল-মুকরী ইবনু লাহীআ‘ হতে, লাহীআ‘ ইবনু হুবাইরা হতে, ইবনু হুবাইরা আবূ মুছআব মিশরাহ ইবনু হাআন আল-মাআফিরী হতে, তিনি উক্ববা ইবনু আমের আল-জুহানীকে বলতে শুনেছেন যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষ ছালাতে তার হাত দ্বারা যে ইশারা করে থাকে, (এর বিনিময়ে) তার প্রত্যেক আঙ্গুলে একটি করে নেকি বা মর্যাদা লেখা হয়’ (মু‘জামুল কাবীর, হা/৮১৯)।
প্রশ্নকারী : মো. রোকনুযযামান
শিবগঞ্জ, বগুড়া।