কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): মুক্তাদী কি ইমামের সাথে সাথেই সালাম ফিরাবে নাকি একটু দেরি করে সালাম ফিরাবে?

উত্তর: মুক্তাদী ছালাতের আমলগুলো ইমামের সাথে সাথে না করে পরে করবে (আল-মুগনী, ২/২০৮)। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সে (ইমাম) রুকূতে যাবার পর তোমরা রুকূ করো, সে (রুকূ থেকে) ওঠার পর তোমরা উঠো’ (ছহীহ বুখারী, হা/৩৭৮)। ছাহাবীরাও এভাবেই আমল করতেন। বারা বিন আযিব রাযিয়াল্লাহু আনহু বলেছেন, তারা (অর্থাৎ ছাহাবীরা) যতক্ষণ না দেখতেন যে, তিনি (রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যমিনে স্বীয় মুখমণ্ডল স্থাপন করেছেন, ততক্ষণ তারা দাঁড়ানো অবস্থাতেই থাকতেন। এরপর তাঁর অনুসরণ করতেন (অর্থাৎ সিজদায় যেতেন) (সিলসিলা ছহীহাহ, হা/২৬১৬)। কাজেই ইমাম দুই দিকে সালাম ফেরানো শেষ করলে মুক্তাদী সালাম ফেরানো শুরু করবে (কাশশাফুল ক্বিনা, ১/৪৬৫)।


Magazine