কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : আমরা যৌথ পরিবারে বসবাস করি। তাই আমারমায়ের স্বর্ণ, স্ত্রীর স্বর্ণ, এবং ছোট ভাইয়ের স্ত্রীর স্বর্ণ মিলিয়ে নিসাব পরিমাণ হলে কি যাকাত দিতে পারবে?

উত্তর : একই পরিবারে বসবাস করলেও সকলের ইনকাম যদি আলাদা আলাদা হয় তাহলে যাকাত প্রত্যেক ব্যক্তির উপর আলাদা আলাদাভাবে ফরয হবে। একাধিক মালিকানাভুক্ত সম্পদকে যাকাত প্রদানের উদ্দেশ্যে একত্র করা যাবে না। যেমনভাবে একই মালিকানাভুক্ত সম্পদকে যাকাত প্রদানের ভয়ে ভিন্ন করা যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لاَ يُجْمَعُ بَيْنَ مُفْتَرِقٍ وَلاَ يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ خَشْيَةَ الصَّدَقَةِ ‘যাকাত আদায়ের ভয়ে পৃথক পৃথক সম্পদকে একীভূত করা যাবে না এবং একীভূত সম্পদকে পৃথক করা যাবে না (আবূ দাউদ, হা/১৫৮০, ১৫৭২)। সুতরাং ব্যক্তি যখন নিসাব পরিমাণ মালের মালিক হবে এবং এক বছর অতিক্রম করবে, তখনই তার উপর যাকাত ফরয হবে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা ছালাত আদায় করো এবং যাকাত দাও’ (আল-বাক্বারা, ২/৪৩)।

প্রশ্নকারী : ওয়াসিম আকরাম

বেরাইদ, বাড্ডা, ঢাকা।


Magazine