উত্তর: বিবাহের সময় বর-কনের জন্য নির্ধারিত কোনো পোশাক নেই। যেকোনো শালীন সুন্দর পোশাক পরে অতীব উত্তমরূপে তারা সাজসজ্জা করবে। কারো উত্তম পোশাক না থাকলে অন্যদের থেকে ধার নিয়ে পরবে। আয়মান রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় মদীনার মেয়েদের মধ্যে আমারই শুধু একটি কামিজ ছিল। মদীনায় কোনো মেয়েকে বিয়ের সাজে সাজাতে গেলেই আমার নিকট কাউকে পাঠিয়ে ঐ কামিজটি চেয়ে নিত (ছহীহ বুখারী, হা/২৬২৮)। তবে এক্ষেত্রে লক্ষণীয় হলো তা যেন বিজাতীয় ধর্মীয় রীতির পোশাক না হয় এবং নারী-পুরুষ পরস্পরের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক না হয়। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য স্থাপন করবে, সে তাদের দলভুক্ত’ (আবূ দাঊদ, হা/৪০৩০)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমাবলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারী নারীর প্রতি লা‘নত করেছেন (ছহীহ বুখারী, হা/৫৮৮৫; মুসনাদে আহমাদ, হা/৩১৫০)।
প্রশ্নকারী : আলাল
মাহিগঞ্জ, রংপুর।