উত্তর : ফরয ছালাত আদায়ের স্থান হলো মসজিদ এবং মসজিদে জামাআতের সাথে ছালাত আদায়ের বিশেষ গুরুত্ব ইসলামে রয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘একা ছালাতের চেয়ে জামাআতের ছালাতের মর্যাদা সাতাশ গুণ বেশি’ (ছহীহ বুখারী, হা/৬৪৫)। কোনো কারণে মসজিদে ছালাত আদায় যদি অসম্ভব হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে অন্যত্র ছালাত আদায় করা যায়। দুনিয়ার যেকোনো স্থানে ছালাত আদায় করা বৈধ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সারা পৃথিবীকে আমার জন্য মসজিদ (ছালাতের জায়গা) এবং পবিত্রতার উপকরণ বানিয়ে দেওয়া হয়েছে (বুখারী, হা/৪৩৮)। এমন জায়গায় ছালাত আদায়ে শারঈ কোনো বাধা নেই।
প্রশ্নকারী : মাসূদ রানা
সরিষাবাড়ী ,জামালপুর