কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): ছালাত আদায়ের সময় অনেকেই সামনে মোবাইল, ঘড়ি, চশমা ইত্যাদি রেখে ছালাত আদায় করে। এমন কাজ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কী?

উত্তর: ছালাতের একাগ্রতা নষ্ট করে এমন কিছু সামনে রাখা যাবে না। একদা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশাযুক্ত চাদর গায়ে দিয়ে ছালাত আদায় করেছিলেন। এতে তাঁর ছালাতের একাগ্রতা নষ্ট হয়েছিল। ফলে তিনি ছালাত শেষে আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে বলেন, ‘চাদরটি আবূ জাহমের কাছে নিয়ে যাও এবং তার আনবিজানিয়্যা বা কারুকার্যবিহীন চাদরটি আমার জন্য নিয়ে এসো’ (ছহীহ বুখারী, হা/৩৭৩; ছহীহ মুসলিম, হা/৫৫৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত আদায় করছিলেন, তখন ঘরের দেওয়ালে নকশাদার পর্দা ঝুলানো ছিল। তিনি তখন বললেন, আয়েশা! এই কাপড়টি আমার সামনে থেকে সরিয়ে নাও। কেননা তার নকশাগুলো সব সময় আমার চোখের সামনে ভেসে উঠছিল (ছহীহ বুখারী, হা/৩৭৪)। তাই সামনে মোবাইল, চশমা রাখাতে যদি ছালাতের একাগ্রতা নষ্ট হয়, তাহলে ছালাতের সময় সেগুলো সামনে রাখা যাবে না।

প্রশ্নকারী : আব্দুস সামাদ

যশোর।

 

Magazine