কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : ইলম অর্জনের উদ্দেশ্যে উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্ধারিত বয়স শর্ত থাকে। বেশি বয়স হলে ভর্তির সুযোগ থাকে না। এক্ষেত্রে বয়স কমানো যাবে কি?

উত্তর : বয়স কমানোর জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কেননা মিথ্যা বলা বা মিথ্যার আশ্রয় নেওয়া মহাপাপ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো’ (আল-হজ্জ, ২২/৩০)। মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মিথ্যাচার বর্জন করো। কেননা মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে এবং পাপাচার জাহান্নামে নিয়ে যায়...’ (ছহীহ মুসলিম, হা/২৬০৭; আবূ দাঊদ, হা/৪৯৮৯; মিশকাত, হা/৪৮২৪)। তাছাড়া এভাবে বয়স কমানো প্রতারণার শামিল, যা নিষিদ্ধ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রতারণা করল, সে আমার উম্মতভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১৩২; মিশকাত, হা/২৮৬০; আবূ দাঊদ, হা/৪৩৫২)। উল্লেখ্য যে, তিনটি স্থান ব্যতীত অন্য কোথাও মিথ্যা বলা বা মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক নয়। তাহলো- (১) মীমাংসার জন্য (২) যুদ্ধক্ষেত্রে (৩) স্ত্রী-স্বামী পরস্পরের নিকট (আবূ দাঊদ হা/৪৯২১; মুসলিম, তিরমিযী, মিশকাত, হা/৫০৩১ ও ৫০৩৩)।

প্রশ্নকারী : রহমাতুল্লাহ

রাজশাহী।


Magazine