কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪): ফসলের জমি ইজারা দেওয়া কি শরীআতসম্মত?

উত্তর: জমি ইজারা বা ভাড়া দেওয়া বা নেওয়াতে শরীআতে কোনা বাধা নেই। তবে তা পারস্পারিক সম্মতির ভিত্তিতে নির্দিষ্ট অংশ (অর্ধেক/এক-তৃতীয়াংশ/এক-চতুর্থাংশ) মালিককে দেওয়া বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে হতে হবে। হানযালা ইবনু কায়স আনছারী রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাফে‘ ইবনু খাদীজ রাযিয়াল্লাহু আনহু-কে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি ভাড়া দেওয়া সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন, এতে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আমলে লোকেরা পানির ঝর্ণার পাশ্ববর্তী অংশ, খালের অগ্রভাগের ভেজা অংশ ও ক্ষেতের অন্যান্য সুবিধা নেওয়ার শর্তে জমি ভাড়া দিত। এতে কখনও এক অংশ বিনষ্ট হতো ও অপর অংশ ভালো থাকত। আবার কখনও এ অংশ ভালো থাকত আর অপর অংশ বিনষ্ট হতো। আর এ ধরনের বর্গায় বঞ্চনা ছাড়া আর কিছুই হতো না। এ কারণে তিনি এ থেকে নিষেধ করেন। আর যদি নির্দিষ্ট পরিমাণের (স্বর্ণ-রৌপ্যের) বিনিময়ে বর্গা দেওয়া হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই (ছহীহ মুসলিম, হা/৩৮৪৪)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্পাদিত ফল কিংবা ফসলের অর্ধেক শর্তে খায়বারের জমি বর্গা দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/২৩২৯)।

প্রশ্নকারী : জোবায়ের হোসেন

চরবসন্তী, নকলা, শেরপুর।


Magazine