কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : জনৈক ব্যক্তির মুখে শুনলাম যে, কয়েকজন ওহী লেখক মুরতাদ হয়ে গিয়েছিলেন। প্রশ্ন হলো তারা কতজন ও তাদের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো তথ্য বা কারণ আছে কি?

উত্তর : ওহী লেখকদের মধ্য হতে কয়েকজন নয়, মাত্র একজন শয়তানের প্ররোচনায় মুরতাদ হয়ে গিয়েছিলেন। তিনি হলেন, আব্দুল্লাহ ইবনু সা‘দ ইবনু আবূ সারহ রযিয়াল্লাহু আনহু। তার মুরতাদ হওয়ার কারণ সম্পর্কে ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা বলেন, আব্দুল্লাহ ইবনু সা‘দ ইবনু আবূ সারহ রযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওহী লেখক ছিলেন। তিনি শয়তানের প্ররোচনায় গুমরাহ হয়ে পুনরায় কাফিরদের সাথে মিলিত হন। পরে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দেন। এ সময় উছমান ইবনু আফফান রযিয়াল্লাহু আনহু তার নিরাপত্তার জন্য আবেদন পেশ করলে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপত্তা প্রদান করেন (আবূ দাউদ, হা/৪৩৫৮; নাসাঈ, হা/৪০৬৯)।

উল্লেখ্য যে, মক্কা বিজয়ের পর তিনি পুনরায় ইসলাম গ্রহণ করেন। তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ইসলামের উপর তার মৃত্যু হয় (সিয়ারু আ‘লামিন নুবালা, ৩/৩৪ পৃ.)।

 প্রশ্নকারী : সাইফুল ইসলাম

মুরাদনগর, কুমিল্লা।

Magazine