কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): আমি আজ অনেক বছর ধরেই বিদেশে আছি। নাম পরিবর্তন করতে হয়েছে প্রয়োজনের তাগিদে। এই নামের উপর সবকিছুই চলছে। এখন আর নাম পরিবর্তন করে আগের নাম গ্রহণ করার কোনো উপায় নেই। আমার প্রশ্ন হলো, নাম পরিবর্তনের ব্যাপারে ইসলাম কী বলে?

উত্তরনাম পরিবর্তন করা ইসলামে বৈধ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নাম সুন্দর ও অর্থবোধক নাম না হওয়ায় পরিবর্তন করে দিয়েছেন। উমার রযিয়াল্লাহু আনহু-এর এক মেয়ের নাম ছিল আছিয়া (অবাধ্য), রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখলেন জামীলা (ছহীহ মুসলিম, হা/২১৩৯)। তাই পরিবর্তিত বর্তমান নাম মন্দ না হলে পুনরায় পরিবর্তনের প্রয়োজন নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রাহমান। নামের মাঝে হারিস ও হাম্মাম হলো বিশ্বস্ত নাম এবং হারব ও মুররাহ হলো সবচেয়ে নিকৃষ্ট নাম’ (আবূ দাঊদ, হা/৪৯৫০)। তবে নাম পরিবর্তনের মাধ্যমে যদি কাউকে ধোঁকা দেওয়া হয়, তাহলে তা পরিবর্তন করা বৈধ হবে না।

প্রশ্নকারী : সাইয়েদ কান্ত আহমাদ

সুইজারল্যান্ড।


Magazine