উত্তর: পানি না পাওয়া, পানির স্বল্পতা, পানি ব্যবহারে অক্ষমতা অথবা পানি ব্যবহারে রোগ বৃদ্ধি কিংবা জীবননাশের আশঙ্কা থাকলে গোসল ও ওযূর পরিবর্তে তায়াম্মুম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাক, যদি তোমাদের কেউ মলত্যাগ করে আসে অথবা যদি স্ত্রী সহবাস কর, তারপর পানি না পাও; তবে পবিত্র মাটি নাও এবং তোমাদের মুখ ও হাত তা দিয়ে মাসাহ করো। আল্লাহ তোমাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তাঁর নেয়ামত তোমাদের ওপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর (আল-মায়েদা, ৫/৬)। ওযূ ও গোসলের পরিবর্তে একই নিয়মেই তায়াম্মুম করতে হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার রযিয়াল্লাহু আনহু-কে তায়াম্মুমের নিয়ম শিখানোর সময় বললেন, ‘তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল’- একথা বলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মাটিতে মারলেন এবং দুই হাতে ফুঁক দিয়ে তাঁর চেহারা ও উভয় হাত মাসাহ করলেন (ছহীহ বুখারী, হা/৩৩৮)। উল্লেখ্য যে, দুইবার মাটিতে হাত মেরে মুখমণ্ডল ও কব্জিদ্বয় মাসাহ করতে হবে মর্মে হাদীছটি যঈফ।
প্রশ্নকারী : মো. আব্দুস সামাদ
হেয়াতপুর, নবাবগঞ্জ, দিনাজপুর।