উত্তর : মুক্তাদী চাইলে ইকামতের শুরুতেও কাতারে দাঁড়াতে পারে, আবার ইকামত চলা অবস্থাতেও দাঁড়াতে পারে। এই বিষয়ে প্রশস্ততা রয়েছে। কেননা ইকামতের নির্দিষ্ট কোনো সময়ে ছালাতে দাঁড়াতে হবে মর্মে কোনো দলীল নেই (মাজমূ ফাতাওয়া ইবনু বায, ১০/৩৬৭)। তবে ইকামতের সময়ে যদি ইমাম উপস্থিত না থাকে, তাহলে ইমামকে না দেখা পর্যন্ত কাতারে দাঁড়াবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي ‘ছালাতের ইকামত দেওয়া হলে, আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না’ (ছহীহ বুখারী, হা/৬৩৭; ছহীহ মুসলিম, হা/৬০৪)। অনেক মসজিদে সকল মুছল্লীর না দাঁড়ানো পর্যন্ত ইকামত শুরুই করা হয় না, যা সুন্নাহসম্মত নয়। আবার ‘ক্বদ ক্ব-মাতিছ ছালাহ’ বলার সময়ই দাঁড়াতে হবে, তার আগে কিংবা পরে দাঁড়ানো যাবে না, এমন নিয়ম করাও বিদআত।
প্রশ্নকারী : মো. আব্দুর রউফ মণ্ডল
চারঘাট, রাজশাহী।