উত্তর: না, হালাল হবে না; বরং সেটা সূদ হবে। যদি কিস্তিতে শর্ত থাকে যে, নির্দিষ্ট সময় পার হয়ে গেলে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। যেমন- এক মাসের মধ্যে পরিশোধ করলে ১০০ টাকা এবং দুই মাসের মধ্যে পরিশোধ করলে ১২০ টাকা ইত্যাদি। অথবা যদি বলা হয়, নগদে ১০,০০০ টাকা, কিন্তু আপনি কিস্তিতে কিনলে ১০% সূদ যুক্ত হবে; তাহলে সেটা সূদ হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিক্রির মধ্যে দুই রকমের বিক্রি হতে নিষেধ করেছেন (মুওয়াত্ত্বা মালেক, হা/২৪৪৪; তিরমিযী, হা/১২৩১)।
–সাইফুল ইসলাম
অন্টারিও, কানাডা।