কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : ডাক্তাররা রোগী দেখার সময় রোগীর নিকট থেকে যে ভিজিট নিয়ে থাকে, ইসলামী শরীআত এটা সম্পর্কে কী বলে?

উত্তর : ডাক্তার যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে বেতনের বিনিময়ে চাকরি করেন, তাহলে উক্ত প্রতিষ্ঠানের ডিউটিকালীন সময়ে রোগীর থেকে বাড়তি টাকা নেওয়া তার জন্য বৈধ হবে না। কেননা ডিউটিকালীন সময়ে রোগী দেখার জন্যই তাকে বেতন দেওয়া হয়। ‍কিন্তু যদি ডিউটি টাইমের বাইরে রোগী দেখার জন্য কিছু টাকার শর্তারোপ করেন, তাহলে তাকে সেই টাকা দিতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুসলিমদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়েয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মতো সন্ধি চুক্তি জায়েয নেই। মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলি মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মতো শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)’ (তিরমিযী, হা/১৩৫২; ইবনু মাজাহ, হা/২৩৫৩)। তাছাড়া ছাহাবায়ে কেরাম এক সফরে ছিলেন। তখন উক্ত এলাকার গোত্রপতিকে বিচ্ছুতে দংশন করলে তারা ঝাড়-ফুঁকের বিনিময়ে একপাল বকরীর শর্ত করেছিলেন। পরবর্তীতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বৈধতাও দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/২২৭৬)।

তবে রোগীর আর্থিক অবস্থাভেদে ডাক্তারদের জন্য অবশ্য কর্তব্য হলো মানবিক দৃষ্টি রাখা। দরিদ্র ও অসহায় মানুষকে ছাড় দেওয়া বা ফি কম নেওয়ার অভ্যাস থাকাটা জরুরী। তা না হলে এই মহান পেশা মানবসেবা না হয়ে আত্মসেবার নামান্তর হবে।

প্রশ্নকারী : হুমায়ুন আহমেদ

ঢাকা।


Magazine