উত্তর: ‘অপবিত্র ব্যক্তি কিংবা ঋতুমতী নারী মৃত ব্যক্তিকে গোসল দিতে পারে। কেননা এ ব্যাপারে নিষেধ প্রমাণিত নয়। আর মুসলিমরা পবিত্র। হুযায়ফা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সাথে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাক্ষাৎ হল। তখন আমি জুনুবী (অপবিত্র) ছিলাম। তিনি আমার সাথে মুসাফাহা করার ইচ্ছা করলেন। আমি বললাম, আমি অপবিত্র। তিনি বললেন, ‘নিশ্চয় মুমিন ব্যক্তি অপবিত্র হয় না’ (ছহীহ মুসলিম, হা/৩৭১; মুসনাদে বাযযার, হা/২৮৯৬)। উল্লেখ্য যে, ঋতুমতী নারী দুটি কাজ করতে পারে না: ১. ছালাত ২. কাবা ঘরের ত্বওয়াব (ছহীহ বুখারী, হা/২৯৮, ১৫৬৭)।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।