কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : ছালাত শেষে অথবা একা একা বসে চোখ বন্ধ করে দু‘আ-দরূদ, যিকির-আযকার করা যাবে কি?

উত্তর: চক্ষু বন্ধ করে ছালাত আদায়ের ব্যাপারে হাদীছে নিষেধাজ্ঞা এসেছে (ছহীহ ইবনু খুযায়মা, হা/৭১৯; ছহীহ ইবনু হিব্বান, হা/৬২৫৯)। কিন্তু যিকিরের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নেই। তাই যিকিরের ক্ষেত্রে চক্ষু বন্ধ করাতে কোনো সমস্যা নেই।

প্রশ্নকারী : এম এ মজিদ, পঞ্চগড়।


Magazine