কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): পাগড়ি পরে ছালাত আদায় করলে ৭০ গুণ ছওয়াব পাওয়া যায় এ বিষয়ক হাদীছ কি সঠিক?

উত্তর: একটি বর্ণনায় এসেছে, ‘পাগড়িসহ এক রাকআত পাগড়িবিহীন ৭০ রাকআতের চেয়েও উত্তম’ (আল-জামিউছ ছগীর, হা/৬৮৭৪)। উক্ত বর্ণনা এবং এ মর্মে বর্ণিত সব হাদীছ জাল (সিলসিলা যঈফাহ, ১/২৫১)। মূলত পাগড়ি ছালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাগড়ি পরতেন (ছহীহ মুসলিম, হা/ ১৩৫৯)। কাজেই তাঁর অনুসরণে কেউ যদি পাগড়ি পরে ছালাত আদায় করে, সেটা অবশ্যই উত্তম আমল, যদিও আলাদাভাবে ঠিক এই আমলটা করলে এত এত ছওয়াব মিলবে এমন সুস্পষ্ট বর্ণনা বিশুদ্ধ সনদে পাওয়া যায় না।


Magazine