কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : অনলাইনে ফ্রীলান্সিং-এর কাজ করে টাকা উপার্জন করা বৈধ হবে কি?

উত্তর : যে জিনিস বা বস্তুকে সামনে রেখে এ কাজটা করছে সেটা যদি হালাল হয়, সেখানে প্রতারণা না থাকে এবং ক্রেতা-বিক্রেতা উভয়েই যদি জিনিসটি সম্পর্কে বুঝতে পারে তাহলে তা জায়েয হবে। ক্রয়-বিক্রয়ের ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি প্রতারণা করল সে আমাদের অন্তর্ভুক্ত নয় (ছহীহ মুসলিম, হা/১০১; মিশকাত, হা/৩৫২০)। তিনি ক্রয়-বিক্রয়ে প্রতারণা করতে নিষেধ করেছেন। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, পাথরের টুকরা নিক্ষেপের মাধ্যমে ক্রয়-বিক্রয় ও ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫১৩; মিশকাত, হা/২৮৫৪)। সুতরাং এসব থেকে কাজটিকে মুক্ত হতে হবে। পাশাপাশি অন্য কোনো হারামের সাথে সম্পৃক্ত কিনা তাও খতিয়ে দেখতে হবে। যেমন সূদের সাথে সম্পৃক্ত কাজ, ছবি আকানোর কাজ ইত্যাদি হারাম কাজ হলে তা যেমন বাস্তবে হারাম তেমনি অনলাইনেও হারাম। 

 প্রশ্নকারী : আতিকুর রহমান

বকচাগঞ্জ, দিনাজপুর।
Magazine