উত্তর : অমুসলিমদের মৃত্যু সংবাদ শুনে ‘ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জি’ঊন’ পড়া যায়। কেননা মৃত্যুর পর সকল মানুষই আল্লাহর নিকট ফিরে যায়। আর এ সম্পর্কিত আয়াতের (বাক্বারাহ, ১৫৬) সারমর্মও এটাই। এর দ্বারা কোন আনন্দ বা দুঃখ প্রকাশ করা উদ্দেশ্য নয় (ফাতাওয়া নূরুন আলাদ দারব, ১/৩৭৫ পৃঃ)।
-আবুল হাশেম, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।