উত্তর: না, সৎবোন বা সৎ ভাইয়ের নাতনিকে বিবাহ করা যাবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে.. (আন নিসা, ৪/২৩)। এখানে ভাইয়ের মেয়ের মধ্যে এবং বোনের মেয়ের মধ্যে সেই মেয়েদের মেয়েরাও অন্তর্ভুক্ত, এভাবেও যতই নিচে যাওয়া যায়, তারাও এর অন্তর্ভুক্ত (তাফসীরুল মানার, ৪/৩৮৩, তাফসীর আস সাদী, ১৭৩)। সুতরাং সৎ বোন বা সৎ ভাইয়ের নাতনিকে বিবাহ করা যাবে না।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক
পাবনা।