উত্তর: খারেজীদের আক্বীদা খুবই জঘন্য। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামের কুকুর বলে আখ্যায়িত করেছেন (ইবনু মাজাহ, হা/১৭৩)। তবে তারা ইসলাম থেকে বহির্ভূত নয়। ছাহাবীগণ তাদেরকে কাফের আখ্যায়িত করেননি। বরং তারা তাদের পিছনে ছালাত আদায় করেছেন (মিনহাজুস সুন্নাহ, ৫/২৪৭ পৃ.)। সুতরাং খারেজীদেরকে কাফের বলা যাবে না।
প্রশ্নকারী : আব্দুল্লাহ মাহমূদ
রাজশাহী।