কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : মানুষদের মধ্যে সৎকর্মশীল ব্যক্তিগণ উত্তম নাকি ফেরেশতাগণ উত্তম?

উত্তর : এই মাসআলাতে আলেমগণের মাঝে মতভেদ আছে। তবে অধিক গ্রহণযোগ্য মত হলো, পরিণতির দিক দিয়ে সৎকর্মশীল মানুষ ফেরেশতাগণের চেয়ে উত্তম। কেননা তারা যে প্রতিদান পাবে তা ফেরেশতাগণ পাবে না। এমনকি জান্নাতের দরজাতে ফেরেশতাগণই এই সৎকর্মশীল মানুষদেরকে সালাম দিবেন। তারা বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি; আর আখেরাতের এ পরিণাম কতই না উত্তম (আর-রাদ, ১৩/২৪)। আর সূচনার দিক দিয়ে ফেরেশতাগণ মানুষের চেয়ে উত্তম। কেননা তাদেরকে নূর থেকে তৈরি করে আল্লাহর আনুগত্য করার জন্য তাদেরকে নির্দিষ্ট করা হয়েছে। যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোরস্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন। আর তারা যা করতে আদেশপ্ৰাপ্ত হয় তাই করে (আত-তাহরীম, ৬৬/৬)। আল্লাহ আরো বলেন, ‘আর তাঁর সান্নিধ্যে যারা আছে তারা অহংকার-বশে তার ইবাদত করা হতে বিমুখ হয় না এবং বিরক্তি বোধ করে না। তারা দিন-রাত তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা ক্লান্তও হয় না’ (আল-আম্বিয়া, ২১/১৯-২০)। অতএব সূচনার দিক থেকে ফেরেশতাগণ শ্রেষ্ঠ আর পরিণতির দিক থেকে সৎকর্মশীল মানুষই ফেরেশতাগণের চেয়ে শ্রেষ্ঠ (মাজমূউ ফাতাওয়া, ইবনু তায়মিয়্যাহ, ৪/৩৪৩)।

প্রশ্নকারী : রাশেদুজ্জামান 

ফরিদপুর।


Magazine