কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : পান চাষাবাদ করা হালাল নাকি হারাম হবে? কারণ কিছু মানুষ পান এর সাথে জর্দা বা নেশাদার দ্রব্য মিশিয়ে খায়। তাই জানতে চাই পান চাষাবাদ করা, পানের ব্যবসা করার শারঈ বিধান কী?

উত্তর : পান চাষ করাতে শারঈ কোনো বাধা নেই। কেননা পান পাতা মূলত হারাম বস্তু নয়। আর যা হারাম নয় তাকে হারাম বলা নিষেধ। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! আল্লাহ যেসব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন সেগুলোকে হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না’ (আল-মায়েদা, ৪/৮৭)।

প্রশ্নকারী: আব্দুর রহমান

আত্রাই, নওগাঁ।


Magazine