উত্তর: AI (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি সিস্টেম যা ডেটা বিশ্লেষণ করে, সমস্যা সমাধান করে, সিদ্ধান্ত নিতে পারে এবং বিভিন্ন কাজে মানুষকে সাহায্য করে। যদি তা শরীআত বিরোধী কোনো কাজে ব্যবহার না করা হয়, যেকোনো ভালো কাজে বা ভালো উদ্দেশ্যে যেমন: জ্ঞান, গবেষণা, সময় বাঁচানো, উপকারী কোনো কাজে তা ব্যবহার করা বা তার মাধ্যমে সাহায্য নেওয়া বৈধ। AI একটি টুলস মাত্র। এটি কোনো খারাপ কাজে বা উদ্দেশ্যে যেমন, মিথ্যা তথ্য ছড়ানো বা ফেইক ছবি বা ভিডিও বানানো ইত্যাদিতে ব্যবহার করা যাবে না। এছাড়াও AI অনেকসময় ভুল তথ্য দিতে পারে। সুতরাং তার দেওয়া তথ্যের উপর সরাসরি নির্ভর করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখো’ (আল-হুজুরাত, ৪৯/৬)।
প্রশ্নকারী : তাহমীদ হাসান