কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু কুরবানী করতে পারে?

উত্তর: কুরবানী করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। অতএব, মানুষ তার শক্তি-সামর্থ্য অনুযায়ী একাধিক কুরবানী করবে, এটাই ঠিক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বছর একশটি গরু কুরবানী করেছিলেন এবং নিজে হাতে ৬৩টি উট যবেহ করেছিলেন, বাকীগুলো আলী রাযিয়াল্লাহু আনহু-কে যবেহ করার আদেশ করেছিলেন (ছহীহ মুসলিম, হা/১২১৮; ইবনু মাজাহ, হা/৩০৭৪)। তবে এই বড় নেকীর আশায় সাধারণ পরিবারকে তার মালিক ও পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানী করা উচিত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানী করার জন্য শিংওয়ালা দুম্বাটি আনতে নির্দেশ দেন, যেটির পায়ের গোড়া কালো ছিল এবং পেটের নিচের অংশ কালো ছিল। সেটি আনা হলে তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে বললেন, ‘ছোরাটি নিয়ে এসো’। অতঃপর বলেন, ‘ওটা পাথরে ধার দাও’। তিনি তা ধার দিলেন। পরে তিনি সেটি নিলেন এবং দুম্বাটি ধরে শোয়ালেন। তারপর সেটা যবেহ করলেন এবং বললেন, بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ ‘আল্লাহর নামে। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার ও তাঁর উম্মাতের পক্ষ হতে এটা কবুল করে নিন’ (ছহীহ মুসলিম, হা/১৯৬৭)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে লোকসকল! নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের ওপর প্রতি বছর কুরবানী করা কর্তব্য’ (আবূ দাঊদ, হা/২৭৮৮; তিরমিযী, হা/১৫১৮)।

প্রশ্নকারী : হৃদয় খান শান্ত

সিরাজগঞ্জ।


Magazine