কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : হাদীছে আছে, অলী ছাড়া বিবাহ বৈধ নয়। কিন্তু জনৈক মেয়ের পিতার অনুপস্থিতিতে ও অনুমতিক্রমে তার নানা/দাদা/চাচা/মামার কোনো একজন অলী হয়ে বিবাহ সম্পন্ন করেছে। উক্ত বিবাহ কি বৈধ হবে?

উত্তর : অলী বা অভিভাবক ছাড়া মেয়ের বিবাহ বৈধ নয়। তবে অলী দূরে থাকলে স্বেচ্ছায় স্বজ্ঞানে অন্যকে অভিভাবক নিযুক্ত করতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবীবা বিনতে আবী সুফিয়ানকে বিবাহ করার সময় আমর ইবনু উমাইয়া যমরী রাযিয়াল্লাহু আনহু-কে তার প্রতিনিধি নিযুক্ত করে বাদশা নাজাশীর কাছে পাঠিয়েছিলেন (সুনানে কুবরা, বায়হাক্বী, হা/১৪১৬৯)। তাই উক্ত বিবাহ শারঈ দৃষ্টিকোণ থেকে সঠিক হয়েছে।

প্রশ্নকারী : আবূ হানীফ

সুন্দরগঞ্জ, গাইবান্ধা।


Magazine