কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): তাসবীহ দানায় তাসবীহ গননা করা যাবে কি?

উত্তরনা, তাসবীহ দানায় তাসবীহ গণনা করা যাবে না। ফরয ছালাতের পর বা যে কোনো স্থানে তাসবীহ দানা দ্বারা তাসবীহ গণনা করা যাবে না। কেননা তা বিদআত। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু মসজিদে হালকা করে বসে কাঁকর দ্বারা তাসবীহ পাঠকারীদের লক্ষ্য করে বলেছিলেন, ‘তোমরা কত দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে গেছ! অথচ এখনো তোমাদের মাঝে তোমাদের নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অসংখ্য ছাহাবী জীবিত আছে। দেখ, তাঁর পোশাকগুলো এখনো পুরাতন হয়নি, তাঁর আসবাপত্র ভেঙে নষ্ট হয়ে যায়নি। আল্লাহর কসম করে বলছি, তোমরা কি মুহাম্মাদের দ্বীনের চেয়ে ভালো দ্বীনের উপর আছ নাকি তোমরা গোমরাহীর দরজা খুলছ? (মুসনাদে দারেমী, হা/২১০; আল মুসনাদুল জামে‘, হা/৯৪৩৩)। অত্র আছার থেকে প্রমাণিত হয় যে, তাসবীহ দানায় তাসবীহ গণনা করা বিদআত।

প্রশ্নকারী : মজনু মিয়া

কুলাঘাট, লালমনিরহাট।


Magazine